প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়নের বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠ করা হয়েছে।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুরে সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মাঠে পূর্ণাঙ্গ কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গনি চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আব্দুল মান্নান চেয়ারম্যান,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কেতাবুল ইসলাম টুটুল, শাহজাহানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি বাসির আলী,বারঘোরিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এনারুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়নের বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ইমাম হাসান (মুকুল) ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির খবর জানানো হয়।