নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্বার করা হয়।
অদ্য শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয় (৫৯ বিজিবি) এর একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করে। অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন তেলকুপি বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন। চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান বলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।