• ইসলামিক

    চাঁপাইনবাবগঞ্জে কোরআনের আলো সাংস্কৃতিক প্রতিযোগিত-২০২৪ আয়োজিত

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৬:২০:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ রাহিম হোসেন, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের বেহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেহুলা ইসলামী আদর্শ যুব সমাজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় গোবরাতলা ইউনিয়নের সকল মাদ্রাসায় অধ্যয়নরত প্রায় শতাধিক হাফেজ ।

     

    আজ ২১শে ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে চলা এই প্রতিযোগিতা চলে বিকাল ৩ টা পর্যন্ত । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বেহুলা কুরআন আলো সংগঠনের সভাপতি জনাব মো: ফকরুদ্দীন, প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নির্বাহী অফিসার জনাবা মোসা: তাছমিনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২ নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম (টিপু), ৬ নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য জনাব মো: উসমান গণি (বাবু), মহিপুর মোড় জামে মসজিদের প্রেস ইমাম জনাব মাও: মো: ওমর ফারুক, বেহুলা দ্বিতলা জামে মসজিদের প্রেস ইমাম জনাব মাও: মো: ফিরোজ কবির, আহ্বানে ছিলেন বেহুলা কুরআনের আলোর সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল আওয়াল সহ অন্যান্যরা

     

    প্রতিযোগিতা চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেগুলো ছিলো- কেরাত, ইসলামিক সংগীত, আজান, কুইজ । পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় ।

    আরও খবর

    Sponsered content