বিশেষ প্রতিনিধিঃ মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ২ নং গোবরাতলার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মহিপুরে প্রত্যাশা ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকালে ১০ টায় অএ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রত্যাশা ক্যাডেট স্কুলের পরিচালক: মোঃ শাহ আলম, অএ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক: মোঃ আহসান হাবীব, গোবরাতলা মহিলা কলেজের রসায়ন প্রভাসক খাইরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউসুফ স্মরণী স্কুল ও কলেজ গণিত প্রভাষক মোঃ আব্দুল বারী সহ খাইরুল ইসলাম, আখতার জাহান আঁখি সহ অন্যান্যরা ।
বিদ্যালয়ের পরিচালক মো: শাহ্ আলম বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । শিশুকে আদর্শ শিক্ষার মাধ্যমে একটি আদর্শ জাতির মেরুদন্ড হিসেবে গড়ে তোলা সম্ভব । আমাদের আগামী প্রজন্মের শিশুকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সমাজকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো আমাদের সমাজ এখন প্রায় মাদকে ছেয়ে গেছে । এই মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি । আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নিবিষ্ট পরিচর্যা, মান সম্পন্ন ও ধর্মীয় আদর্শের মাধ্যমে পাঠ দান দিয়ে থাকি । যার ফল স্বরূপ বিগত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল অন্যান্য ইউনিয়ন ও অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে সর্বোচ্চ এগিয়ে থাকে । যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গৌরবের বিষয় । আপনাদের সহযোগীতায় আমরা আমাদের বিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি আরও বলেন, আপনার সন্তানকে যুগ উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন। যাতে আপনাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গৌড়ে তুলতে পারি ।