প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমান কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নেতা হাসিবুর রহমান রিজুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। এ ঘটনার পর তিনি কুষ্টিয়া সদর থানায় একটি মামলা (জিআর ৪৩৪/২৪) দায়ের করেন। তবে পরবর্তীতে সেই মামলাটিকে রাজনৈতিক হয়রানি মামলা হিসাবে তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক অধিকার সুরক্ষা পরিষদ (জেআরসিপি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সত্য খবরের সম্পাদক ও প্রকাশক হাসিবুর রহমান রিজুর ওপর এই হামলা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। হামলার পর যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মামলা দায়ের করা হলেও, তার দায়ের করা মামলাটি রাজনৈতিক হয়রানি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে।
সংগঠনটি আরও জানায়, এ ধরনের ঘটনা সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অফিসে প্রস্তাব পাঠানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। জেআরসিপি দাবি জানায়, মামলাটি কোনোভাবেই রাজনৈতিক হয়রানি হিসেবে ব্যবহৃত হবে না এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
১৯ জুন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসিবুর রহমান রিজুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিক ঢাকায় রেফার করা হয়। দীর্ঘদিন ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসা নেওয়ার পর তাকে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক অধিকার সুরক্ষা পরিষদ সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারের কার্যকর ভূমিকা আশা করে। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংগঠনটি আরও উল্লেখ করে, এই মামলাটি বিতর্কিত করায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।