• Uncategorized

    অবৈধভাবে পদ্মা থেকে উত্তোলন করা মাটিসহ ১১টি ট্রাক্টর আটক করে জরিমানা

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৬:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ 

     

    অবৈধভাবে পদ্মা থেকে উত্তোলন করা মাটিসহ ১১টি ট্রাক্টর আটক করে জরিমানা

     

    চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্ট না করে প্রত্যেক ট্রাক্টরকে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করে এসব ট্রাক্টরকে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় এসব ট্রাক্টর আটক করা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারী) জরিমনা আদায় করে এসব ট্রাক্টর ছেড়ে দেয়া হয়।

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, রাতে মাটিভর্তি এসব ১১টি ট্রাক্টর জব্দ করে ইসলামপুর তদন্ত কেন্দ্রে রাখা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারী) প্রত্যেক গাড়িতে ১০ হাজার করে জরিমানা আদায় করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাক্টরের রেজিষ্ট্রেশন না থাকায় জরিমানা নিয়ে মাটিভর্তি ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি রইস উদ্দীন।

    আরও খবর

    Sponsered content