• Uncategorized

    নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ১:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ নাচোল চাঁপাইনবাবগঞ্জ 

     

    চাঁদাবাজি মামলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃত জেম আলী নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের মৃত জিল্লুর রহমান এর ছেলে।

    এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সোমবার ২০শে জানুয়ারি সকাল সুয়া ১০টার সময় নাচোল মহিলা কলেজের সামনে, রাস্তার উপর থেকে জেমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য যে, উপজেলার কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর (হঠাৎ পাড়া) গ্রামের মতিউর রহমান ও তার স্ত্রী রওশন আরা বেগম, দুইজন মিলে উপজেলার বেনীপুরে রাজশাহীর ফয়সাল অমিত এর জমির উপরে একটা কোচিং সেন্টার চালিয়ে আসছিলেন। জেম সহ তার দলবল মতিউর ও রওশন আরার কাছে মাঝেমধ্যে চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা দিতে না পারায় ২৭/১২/২০২৪ তাং সকাল ১০টার সময় সেইখানে গিয়ে জেম সহ বাকি আসামিগণ দলবদ্ধ ভাবে আবার চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে না পারায়, ঐ জমির উপরে থাকা জমির মালিক অমিত এর ২৫ হাজার ইট ট্রলি গাড়ীতে করে নিয়ে যায় আসামিগণ। যার মূল্য আনুমানিক ২লক্ষ ৫০হাজার টাকা। সেখানে বাধা দিতে গেলে রওশন আরা ও তার স্বামীকে, এলোপাথাড়ি মারধর করে ও টেনেহিঁচড়ে কাপড়চোপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। এবং কোচিং সেন্টারের চেয়ার টেবিল বোড ভাংচুর করে ফেলে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ১০হাজার টাকা। সুস্থ হওয়ার পরে ১০জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জনকে অঙ্গাতনামা আসামী করে, নাচোল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন রওশন আরা। জার মামলা নম্বর ১২।

    আরও খবর

    Sponsered content