শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০ দিন মেয়াদী ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকালে বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক তপন কুমার বর্মন, প্রশিক্ষিকা তানিয়া আকতার, বোয়ালিয়া ইউনিয়ন ভিডিপি দলনেতা নুরুল ইসলাম, দলনেত্রী নাজিরা বেগম।
উল্লেখ্য, সমাপনী শেষে তাদেরকে দৈনিক ভাতা ও প্রশিক্ষণের সনদ ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষনার্থীর হাতে তুলে দেওয়া হয়।