শাহিন আলম, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উন্নত জাতের ঘাস চাষ কৌশল,সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার(২৩ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল হলরোমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অথায়নে দুই দিনব্যাপী ২৫ জন খামারিদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা, উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা আকরাম হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রুবেদা নাহার সহ সকল কর্মচারীরা।