প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৪:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মনাকষা বাজার এলাকা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি ভাঙচুর, দোকানে লুটপাট ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের খড়িয়াল শেখপাড়া ও নামোটোলা গ্রামের তরুণদের মধ্যে ক্রিকেট ব্যাট কে নিয়ে কথা কাটাকাটির ও বিবাদের জেরে সংঘর্ষ শুরু হয়। পরে তা দুই পক্ষের গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষে ইট-পাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, যাতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন।
মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদাৎ হোসেন বলেন, খেলার বিষয়টি নিয়ে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ বেঁধেছে । তবে কেউ গুরুতর আহত হননি।
স্থানীয় ওয়ার্ড সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় বাজারের কিছু দোকানের সামনের মালামাল ক্ষতিগ্রস্ত ও লুটপাট হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
ওসি আরও জানান, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বুধবার দুপুর নাগাদ এলাকায় শান্তি ফিরে আসে।
তবে এলাকায় স্থানীয়দের মধ্যে এখন ও চরম উত্তেজনা রয়ে গেছে।