প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৫ , ৬:২০:৩০ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও পৌর সভার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর সবজি বাজারে সুধী সমাবেশ বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার আমির মনিরুজ্জামান, সেক্রেটারি মানিক রায়হান, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাহউদ্দিন সোহাগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।