প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ৯:৫২:২০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদনঃ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরও দুটি বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। অদ্য মঙ্গলবার বেলা ১১টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়কপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার দুই বিওপিতে দুটি আম গাছ রোপণ করেন।
বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ জনবল পদায়নের পর আজ (৮ এপ্রিল) থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হলো। বিওপি না থাকায় এতদিন বিজিবি টহল পরিচালনা ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি সদস্যরা সব সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পাল