প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ৩:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসবের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টার রহনপুর হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক মাহবুব ইসলাম। বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান,
রহনপুর পিএম আইডিয়াল কলেজ সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা আশরাফুল ইসলাম,সংগঠনের সম্পাদক সালেহ আহমেদ বাচ্চু প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

















