• Uncategorized

    গোমস্তাপুরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ১:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টার ||

     

    “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আয়োজনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের গোমস্তাপুর উপজেলার

    সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, এবং গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক শায়লা পারভিন।

    বক্তারা বলেন, “সরকারি বিদ্যালয়ের মতোই বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোও শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। অথচ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ না থাকায় তারা বঞ্চিত হচ্ছে।” এ ধরনের বৈষম্যমূলক নীতি পরিবর্তনের দাবিতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content