শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০১ জুলাই) বিকেলে রহনপুর পৌর শাখার আয়োজনে রহনপুর স্টেশন বাজারে পৌর আমীর মুনিরুজ্জামান ডাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান, জেলা কর্মপরিষদের সদস্য ও রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রাকিব সহ জামায়াতে ও শিবিরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।