প্রতিনিধি ৯ জুলাই ২০২৫ , ৪:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ মনোয়ার হোসেন রুবেল||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রদর্শনী স্টলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী মো. আজাহার আলী।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা।
মেলায় ৭০ জাতের আম ফল ও ৩৫ জাতের খেজুর ও পেঁপেসহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু ফল স্টলে প্রদর্শিত হয়। পরে কৃষকদের বিনামুল্যে এয়ার ফ্লো মেশিন ও ফসল আবাদে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষে পেঁয়াজ বীজ (কন্দ), রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।