• Uncategorized

    গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১১:৩১:০৮ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টার ||

     

    ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে- উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ইসহাক আলি আজাদের সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়।

    গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সিনিয়র পরিবার পরিকল্পনা পরিদর্শক-জনাব মো:সাদিকাতুল বারীর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    আলোচনায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ অগ্রগতি ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন-সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সাখাওয়াত হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জাকির মুন্সী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: আব্দুল হামিদ সহ অত্র বিভাগের সকল মাঠ কর্মচারি, সাংবাদিক ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content