• অপরাধ

    চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ি থেকে চোরাই কৃত ৮টি মোটরসাইকেল উদ্ধার

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ৩:২৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন || চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই কৃত ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

     

    রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

     

    সোমবার (১১ আগস্ট) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি থেকে ৮টি বিভিন্ন কোম্পানি ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

     

    অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়িতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর। এরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মো. শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেফতার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেফতার করে। পরবর্তীতে রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি হানা দেই পুলিশ, সেখান থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য।

    আরও খবর

    Sponsered content