• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ  ভারতীয় ৬ নাগরিক আটক

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ৪:০০:৫০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন ||

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এই ছয় নাগরিক বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। প্রায় দুই মাস ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন তারা।
    আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জে এসে অবৈধভাবে বসবাস শুরু করেন। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয়। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং ভারতের নাগরিক।

    আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।

    আরও খবর

    Sponsered content