প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ৪:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

দখলদারদের বাধা মুখে বন্ধ হয়ে যাওয়া রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং নির্মাণ প্রক্রিয়া পুনরায় শুরু হতে যাচ্ছে। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে উচ্ছেদকৃত স্থান পুনর্দখল হওয়া বন্ধে কাজ শুরু করেছে রেল কতৃপক্ষ।শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদকৃত স্থানে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে তারা।রেলওয়ের প্রকৌশল বিভাগের উদ্যোগে রহনপুর রেলস্টেশন মাস্টার মামুনুর রশীদের নেতৃত্বে রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে রহনপুর রেলস্টেশন মাষ্টার মামুনুর রশীদ জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের নির্দেশনায় এ উচ্ছেদ কার্যক্রম কয়েকদিন অব্যাহত থাকবে। রেলকুলিদের সহায়তায় আবর্জনাগুলো অপসারণ করে রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির উপযোগী করে তোলা হবে।প্রসঙ্গত:গত বছরের ২৬ সেপ্টেম্বর রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির লক্ষ্য রেল কতৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় দখলদারদের বাধার কারণে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়।

















