• Uncategorized

    হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৪:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল হাসপাতালে এসে পৌঁছলে তাদের স্বাগত জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম। এসময় জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালের চলমান চিকিৎসক সংকট,রোগী ব্যবস্থাপনা,ঔষধ সরবরাহ,সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনাম সরবরাহ, হাসপাতালের পরিষ্কার -পরিচ্ছন্নতা, রোগীদের খাবার সরবরাহ নিয়ে কথা বলেন। পরে তারা ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু,ছাত্রশিবির নেতা আব্দুর রাকিব।

    আরও খবর

    Sponsered content