শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মোঃ আবুল বাসার, ইউপি সদস্য আবু বাক্কার, ইউপি সদস্য আনজারুল ইসলাম ও এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা।
বক্তারা বলেন, তথ্য জানার অধিকার শুধু একটি মৌলিক অধিকারই নয়, এটি গণতন্ত্রকে সুদৃঢ় করা, দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। জনগণের সচেতনতা বাড়ানো ছাড়া তথ্য অধিকার আইন কার্যকর করা সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় প্রশাসনের সকল দপ্তরে তথ্য প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। র্যালিতে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক সরকারি ও বেসরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার লাভ করে।