• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৭:২০:২৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি, বদিউজ্জামান রাজাবাবু 

     

    চাঁপাইনবাবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

     

    জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সৈয়দ সুমন এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

     

    কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করবে।

     

    বক্তারা বলেন, শিশুদের টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ, যা শিশুমৃত্যু হ্রাস ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও খবর

    Sponsered content