নিজস্ব প্রতিবেদক ||
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোনয়ন পত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল
বুধবার, ১৭ ডিসেম্বর দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন নূরুল ইসলাম বুলবুল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রার্থীসহ কর্মী ও ভোটারদের নিরাপত্তা দেয়ারও দাবিও জানান তিনি।
