• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৭

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক|| ভারত থেকে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

     

    বুধবার ১৪ জানুয়ারি ভোর ৬টার দিকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি খুলনা ও যশোরে বলে জানা গেছে।

     

    বর্ডার গার্ড বাংলাদেশ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেন।

     

    নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্র জানায়, বুধবার ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করে গোমস্তাপুর থানায় সোর্পদ করে।

     

    এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ১৭ জন খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হয়ে তারা প্রায় তিন বছর আগ্রা জেলা কারাগারে কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের ১২ ব্যাটালিয়নের অধীনস্থ টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠায়।

     

    বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক, গরু পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

    আরও খবর

    Sponsered content