• Uncategorized

    নাচোলে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন 

      প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ২:০০:৫১ প্রিন্ট সংস্করণ

    আবুল হোসেন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ ||

     

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২/২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে, বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারের উদ্বোধন করা হয়। আজ (২৫ জুন) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

     

    এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অফিসের কর্কমকর্তা ও র্মচারীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে, এই আমন মৌসুমে  কৃষক জনপ্রতি ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫কেজি আমন ধানের বীজ দেওয়া হয়।

    সর্বমোট ২ হাজার ৭শত কৃষকে এই কৃষি প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এ সময় নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content