• Uncategorized

    ভোলাহাটে উসকানির অভিযোগে বিএনপি নেত্রী শাহানাজ গ্রেপ্তার 

      প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ১১:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি, বদিউজ্জামান রাজাবাবু ||

     

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

     

    শাহনাজ খাতুন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    পুলিশ জানায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তাজকেরা খাতুন তার স্বামী মো. সাইবুর ইসলামের গায়ে গরম ডাল ঢেলে দেন। এতে তার শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় সাইবুর ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

     

    এ ঘটনায় আহত ব্যক্তির ভাই ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহনাজ খাতুনের নাম উঠে আসে। সেই মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।

     

    রোববার শাহনাজ খাতুনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content