• Uncategorized

    গোমস্তাপুরে আদিবাসী পল্লীতে বিশুদ্ধ পানির মটার স্থাপন

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ৯:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আদিবাসী পল্লীতে বিশুদ্ধ খাবার পানির মটার স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. মিজানুর রহমান।

    বুধবার (২০ আগস্ট) বিকেলে রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাড়ি পাড়া গ্রামে প্রায় ৪০টি আদিবাসী পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এ মটার স্থাপন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ধীরেন বর্মন, ইউপি সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রহনপুর ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিলো। মটার স্থাপনের ফলে এ সমস্যার সমাধান হলো এবং আদিবাসী জনগোষ্ঠী উপকৃত হবে।

    ডা. মিজানুর রহমান বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের সামাজিক দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অবহেলিত জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করি।”

    এ সময় তিনি এলাকার মানুষের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content