• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জের বন্যাদূর্গত পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ও ত্রান সহায়তা দিলেন আবু সুফিয়ান 

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৬:২০:৪০ প্রিন্ট সংস্করণ

    আল আমিন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ||

     

    শুক্রবার (২২ আগস্ট ২০২৫) রাজশাহী গ্রীন সিটি হাসপাতাল এন্ড নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মোঃ আবু সুফিয়ান এর উদ্যোগে, বোগলাউড়ি বাজার , পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দশ রসিয়া, বহিরাপাড়া, পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ইউনিয়নের অসহায় বানভাসী পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ সহ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

     

    এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী গ্রীন সিটি হাসপাতাল এন্ড নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মোঃ আবু সুফিয়ান, এমবিবিএস আর এম ইউ ডা: মো: আব্দুল জব্বার আলী সোহান, রাজশাহী ডিএস এন্টারপ্রাইজ প্রতিষ্ঠতা পরিচালক আব্দুল করিম দোয়েল, রাজশাহী সিয়াম মেডিকেল স্টোর পরিচালক মোস্তাসিমুলসহ,

    রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক (সেচ্ছাসেবী সংগঠন) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

     

    ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ ও ত্রাণ বিতরণকালে, আবু সুফিয়ান বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ইউনিয়নের প্রায় সাড়ে ৮ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন, মানুষদের সাহায্যার্থে ফ্রি চিকিৎসা ফ্রি ঔষধ ও ত্রাণ বিতরণকৃত ২৫০ প্যাকেটের প্রতিটিতে আলু,পেঁপে, চিড়া, মুড়ী, ডাল, সাবান এবং গ্রামে গিয়ে রোগীদের ওরস্যালাইন, গ্যাস, জ্বর, ঠান্ডা, ও পেসার মাপা এসব রোগীদের বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দিয়েছি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত, এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

     

    বন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় কয়েক হাজার বিঘা জমির ফসল ও প্রায় দশ হাজার বাড়িঘর।

    আরও খবর

    Sponsered content