• Uncategorized

    গোমস্তাপুরে বিষ প্রয়োগে শতাধিক কবুতর ও মুরগি মারার অভিযোগ 

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৭:৩১:৫৫ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিষ প্রয়োগ করে শতাধিক কবুতর ও মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে অবস্থিত আব্দুল বাশিরের চাতালে।

    সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত চাতালে বেশ কিছু মৃত কবুতর ও মুরগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

    স্থানীয় অভিযোগকারী মিনহাজুল জানান, ওই চাতালে ধান ব্যবসায়ী আলমগীর ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখেন। সেই ধান খেয়ে তার ১৫ থেকে ২০টি মুরগি মারা গেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

    আরেক ভুক্তভোগী আব্দুল হাকিম জানান, তার প্রায় ৫০টি কবুতর মারা গেছে এবং আরো কবুতর মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সঠিক তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।

    সাদিকুল নামের আরেকজন জানান, তার ১৫টি কবুতর মারা গেছে এবং এখনও আরও কবুতর মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা অনেক কষ্ট করে কবুতর পালন করি। এটি আমার শখের জিনিস ছিল, অথচ এক মুহূর্তে সব নষ্ট হয়ে গেলো।”

    এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content