• Uncategorized

    গোমস্তাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি বাছাই সম্পন্ন

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম,গোমস্তা পুর প্রতিনিধিঃ

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
    উপজেলার ৩১টি পূজামণ্ডপের মধ্যে ৯টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২২টি ঝুঁকিপূর্ণ মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৪০ জন পুরুষ আনসার ও ৬২ জন মহিলা আনসারসহ মোট ২০২ জন।
    নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ডেন্ট আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার ভিডিপি কর্মকর্তা সাকলাইন হোসেন, গোমস্তাপুর উপজেলার সহকারী আনসার ও ভিডিপি কর্মকর্তা তপন কুমার বর্মন, প্রশিক্ষিকা তানিয়া আক্তারসহ ইউনিয়নের দলপতি ও দলনেত্রীরা।

    আরও খবর

    Sponsered content