• রাজনীতি

    চাঁপাইনবাবগঞ্জে সাবেক সংসদ হারুনের নেতৃত্বে বিজয় র‍্যালী অনুষ্ঠ

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ৩:৫১:০৩ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি, বদিউজ্জামান রাজাবাবু

     

    চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ হারুনুর রশীদের নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা শহরের পাঠানপাড়াস্থ হারুনুর রশীদের বাসভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকে ফুলদিয়ে শহিদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন হারুনুর রশীদসহ অন্য নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য প্রদান করেন।

     

    জাতীয়তাবাদী দল-বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ’এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিএনপিসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের সেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content