প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ৬:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সংলগ্ন আম বাগান থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন।
পুলিশ সূত্রে জানা যায়,বিকেলে জেলা নির্বাচন অফিসের পেছনে একটি আম বাগানে দুটি ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি উদ্ধার করা হয়। কে বা কারা কি উদ্দেশ্য ককটেলগুলো রেখেছিল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন,ককটেল উদ্ধারের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

















