প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫০:২৫ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম, স্টাফ রিপোর্টার ||

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলাম (রবু ৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে শফিকুল ইসলাম দোহাইলা বিলে মাছ ধরতে যান। কিন্তু রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত পর্যন্ত স্থানীয় লোকজন পানিতে টানা/কাপা জাল দিয়ে খুঁজেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে আবারও স্বজনরা গ্রামবাসীর সহায়তায় বিলে খোঁজ শুরু করেন। সকাল সাতটার দিকে কাপা জালে টানার সময় পানির নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদূদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শফিকুল ইসলাম বয়সজনিত কারণে শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

















