প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ২:৪২:২৪ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম ,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার(০৮অক্টবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে জেলা ও গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে ১১৭ জন ক্ষুদ্র অনিগোষ্ঠী সুফলভোগী ২৩৪ টি ছাগল তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, ভেটেনারি সার্জন ডাঃ বরুন কুমার পরামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

















