প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৫ , ১:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ
শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লুমিনাস ওয়াল্ড লিমিটেডের ডেপুটি ডিরেক্টর জনাব রাশেদুন্নবী মোস্তফা (আরএম রাসেল)-কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গাড়ি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা বাজারে অবস্থিত জেলা অফিসে সিএনএ গ্রুপের আয়োজনে ও জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়াল্ড লিমিটেডের জেলা ডিলার শরিফ উদ্দিন, জেনারেল ম্যানেজার আবেদ ইবনে সুলাইমান, নির্বাহী পরিচালক অলিউজ জামান, জেনারেল ম্যানেজার লিটন আলী, লালচাঁন শেখসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা লুমিনাস ওয়াল্ড লিমিটেডের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং ডেপুটি ডিরেক্টর রাশেদুন্নবী মোস্তফার নেতৃত্বে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতি কামনা করেন।

















