• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আশরাফ হোসেন আলীমের মোটরসাইকেল শোডাউন ,গণসংযোগ ও লিফলেট বিতরন 

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৩:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

    শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

     

    চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলীমের নেতৃত্বে ব্যাপক মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ অক্টোবর) বিকালে রায়হান ফিলিং স্টেশন থেকে শোডাউনটি শুরু হয়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোলাহাট ফুটানি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।

    এ সময় আশরাফ হোসেন আলীম দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।

    শোডাউন ও পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

    আরও খবর

    Sponsered content