• ক্রাইম রিপোর্ট

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

    মনোয়ার হোসেন রুবেল 

     

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

    আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

    তিনি বলেন, দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন ধারণা থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content