• Uncategorized

    বিভিষণ সীমান্ত দিয়ে আবারো ঠেলে পাঠানো হলো নারি পুরুষসহ ৫ বাংলাদেশীকে

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||

     

    চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে আবারো ঠেলে পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশীকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)।

     

    শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে।

     

    এরমধ্যে ২ জন নারী, ৩ জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে নড়াইল জেলার একই পরিবারের ৪ জন রয়েছে। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।

     

    আটককৃতরা হলেন-নড়াইল জেলার কালিয়া উপজেলার জামিল ডারা গ্রামের মৃত শহিদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), কামরুল লস্করের ছেলে মোঃ সাদ্দাম লস্কর (২২), কামরুল লস্কর স্ত্রী মোছাঃ লিপি লস্কর (৪০), মোঃ কামরুল লস্করের মেয়ে মোছাঃ ফিরোজা (১৬), ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাটা দূর গ্রামের মোঃ আশরাফুলের ছেলে মোঃ হায়দার সরদার (২৩)।

     

    এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার গভীর রাতের আধাঁরে ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন বাংলাদেশীকে বিভিষণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠালে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

     

    এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের পরিচয় যথাযথভাবে সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content