• সারাদেশ

    চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রসাশকের উদ্যোগে জাতীয় প্রবাস দিবস উদযাপিত হয়েছে 

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৩১:১৭ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি, মো: রাহিম হোসেন 

     

     

    “প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের উদ্দোগ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সম্মেলন সভা আয়োজিত হয়েছে ।

     

    অদ্য ১৮ ই ডিসেম্বর (বুধবার) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের উদ্দোগ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তর্জাতিক অধিবাসী দিবস-২০২৪ ও জাতীয় প্রবাসী দিবস হিসেবে- ২০২৪ পালিত হয়েছে ।

     

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব মো: মইন উদ্দীন, এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আসাদুজ্জামান, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব দেবেন্দ্র নাথ উরাওয়ের

     

    প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, প্রবাসীরা আমাদের দেশের প্রধান চালিকা শক্তি, প্রবাসীদের সুযোগ-সুবিধার দিকে আমাদের নজর দিতে হবে। কারণ তারা আত্মীয়স্বজন, পরিবার-পরিজন ছেড়ে তাদের ঘামের বিনিময়ে অর্জিত অর্থ আমাদের দেশে পাঠাচ্ছে এবং তাদের পাঠানো আয়ের টাকা সরাসরি আমাদের জিডিপিতে যুক্ত হচ্ছে। আমাদের জিডিপিকে বাড়িয়ে দিচ্ছে।

     

    পরে অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক চত্বর প্রদক্ষিণ করে আবার চত্বরটিতে এসে মিলিত হয় ।

    আরও খবর

    Sponsered content