• Uncategorized

    ৫৯ বিজিবি‘ কতৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে অনুদান প্রদান 

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ১১:১০:১৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১ জন ছাত্রকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পক্ষ হতে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

     

    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুর্নবাসন এর অংশ হিসেবে অদ্য ৩০ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর ১২: ০০ ঘটিকায় মোঃ আসমাউল হুসনা (২৫), পিতা-মোঃ ইনজামাম হক, গ্রাম-বালিয়াদিঘী, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পক্ষ হতে অত্র ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।

    উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২৪ ইং তারিখ সেই ছাত্র পায়ে গুরুতর আহত হয়। আহত ছাত্রকে চিকিৎসা বাবদ এই অনুদান প্রদান করা হয়েছে।

     

    ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান এই ধরনের সামাজিক কর্মকান্ড ভবিষ্যতেও চলমান থাকবে।

    আরও খবর

    Sponsered content