• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ১০:০০:৪০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন।

     

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

     

    গ্রেফতার নারী,পৌর এলাকার ফকিরপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী বিথী বেগম।

     

    সোমবার (২০ জানুয়ারি) বিকালে পৌর এলাকার ফকিরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন।

     

    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন আমাদের জানান,২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিথী বেগম ওরফে হাসির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক ২০২৪ সালের ২৯ এপ্রিল সোমবার বিথীকে একমাত্র অভিযুক্ত আসামী করে ১০২ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই বিথী পলাতক ছিলেন। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত ছিলো।

     

    ওসি আরও জানান, এদিকে অব্যাহত অভিযানের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী বিথীকে ফকিরপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content