• মাদক ও চোরাচালান

    ৫৩-বিজিবির অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৫ , ১০:৩২:২২ প্রিন্ট সংস্করণ

     

     

    নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ 

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

     

    বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

     

    বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে( ২২ জানুয়ারী) গতরাত সাড়ে ৩ টার দিকে ওয়াহেদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার ১২নং চরপাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে

    মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

     

    এ সময় একটি আম বাগানে অভিযান চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

     

    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

     

    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content