• বিনোদন

    জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের এসএসসি-২০০০ ব্যাচের রজতজয়ন্তী-২০২৫

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ১:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে এসএসসি-২০০০ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল বন্ধুদের নিয়ে ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

     

    সকাল ১০.০০ থেকে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার টাউন ক্লাব থেকে আনন্দ রালী বের হয়ে গাবতলা মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ হয়ে, শহীদ সাটুহল, ক্লাব সুপার মার্কেট হয়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

    পরে কেক কর্তনের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ডা: মাহফুজ রায়হান ও সদস্য সচিব : মো: তৌফিকুল ইসলাম, ডেলটা মেডিকেল সেন্টারের সম্মানিত চেয়ারম্যান ডা: সুফিয়ান আরা, তৌহিদুল ইসলাম হাদী, গোলাম সারওয়ার শিশির, ডা: রাজীব আহম্মেদ, ডা: সামসাদ বেগম কেয়া, আসাদুজ্জামান পলাশ, আল: আব্বাস উদ্দিন রুবেল, মির্জা মাসুদ আহমেদ মুন,রেজুয়ান কাওসার সিজার, কাঞ্চন কুমার, সহ প্রায় ৬৫০ বন্ধু।

    এছাড়া তাদের পরিবার নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে মধ্যন্হভোজ, মেয়ে বন্ধুদের নিয়ে মিউজিকাল বালিশ খেলে, বাচ্চাদের ফুড চ্যালেঞ্জিং গেম দিয়ে প্রোগ্রাম প্রানবন্ত করে এবং ৩য় পর্বে ছিলো সূরা তেলাওয়াত, ইসলামিক গান,কবিতা আবৃত্তি, যৌথ অভিনয়।

     

     

    অনুষ্ঠানের আয়োজক এবং ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উৎযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ডাক্তার রাজীব আহমেদ, গ্রুপ ক্রিয়েটর এবং সদস্য সচিব তৌফিকুল ইসলাম, রেজিস্ট্রেশন কমিটির সমন্বয়ক রাশিদুল ইসলাম মার্শাল, আব্দুল্লাহ আল মাসুম, কামরুল চৌধুরী, কে এম আলী হায়দার সেলিম, ফজলে করিম, মেজবাউল হক, আব্দুস সালাম, ফয়সাল, আব্দুল গাফফার, রাকিবুল ইসলাম, সেলিম রেজা, মাইদুর, জনি, মুকুল, খাদেমুল, পিয়ারুল রমজান, তাসবীর, সাকিল রেজা, শরিফুল ইসলাম এবং দিলনাজ খানম, শাহনাজ বানু চুমকি, কেয়া, নাসরিন, মনিরা মুন,সহ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজারামপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কানসাট উচ্চ বিদ্যালয়, কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, হরিনগর উচ্চ বিদ্যালয়, মোবারকপুর উচ্চ বিদ্যালয়, কয়লার দিয়ার উচ্চ বিদ্যালয়, লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়, স্টারমাইন্ড স্কুল এন্ড কলেজ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, শোভন উচ্চ বিদ্যালয়, রানিহাটি এল এম উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা, মোল্লা টলা উচ্চ বিদ্যালয়, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং এইচএসসি ২০০২ নববাগঞ্জ সরকারি কলেজ থেকে আগত এসএসসি ২০০০ ব্যাচের সকল শিক্ষার্থীরা।

    এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের কাছে অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথমবারের মতো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর ব্যাচের বন্ধুদের নিয়ে ডা: মাহফুজ ও তৌফিক একটা ফেসবুক খোলা হয় যা জেলায় প্রথম এর পূর্বে ২০০০ ব্যাচের বন্ধুদের জেলায় কোন গ্রুপ ছিল না বিধায় আমরা আমাদের ব্যাচের বন্ধুদের একসাথে কখনো পাই নাই এই দুই বন্ধুর আয়োজনের মাধ্যমে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরা প্রথমবার ২৫ বছর পূর্তি এবং প্রথম পুনর্মিলনীতে আমরা একত্রিত হয়েছি।আয়োজনকে সফল করতে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতিটা উপজেলা এভাবেই সাথে নিয়ে প্রতি বছর আনন্দ আশোজন করলে খুব ভালো হবে।

     

    গ্রুপের সদস্য সচিব তৌফিকুল ইসলাম জানান আজকের আয়োজন এর মধ্য দিয়ে সকল বন্ধুদের নিয়ে একটি উৎসবমুখর দিন উদযাপিত হলো। এটা শুভ সূচনা মাত্র আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জেলার ২০০০ ব্যাচের বন্ধুদের নিয়ে পরবর্তীতে সামাজিক উন্নয়নমূলক কাজ সহ বন্ধুদের আপদ বিপদে সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে তার নিজের উদেগ্য তৈরী চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম প্লে স্টার এ্যাপস chapainawabganj information services নামক একটি এ্যাপসের লিংক দেন যা আমাদের কাছে ভালো লেগেছে আপনারাও ডাউনলোড করতে পারেন।

     

    https://drive.google.com/drive/folders/1C9HAX72WHvXIOP3nU3IFWopTJU8

    A_NmE?usp=sharing

     

    আরও খবর

    Sponsered content