• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশী আটক

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৫১:১০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

     

    রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

     

    আটককৃতরা হলেন,রাধানগর ইউনিয়নের রোকনপুর মহবুল ইসলামের ছেলে মো. মুকুল,মোশারফের ছেলে আলিম,একই ইউনিয়নের সাগরইল গ্রামের ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।

     

    পারিবারের সদস্য,স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান, সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

    আরও খবর

    Sponsered content