• অপরাধ

    চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক পলাশ হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার 

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২৪:১৯ প্রিন্ট সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

     

    চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিক্সা চুরির উদ্দেশ্যে অটোচালক পলাশকে শ্বাসরোধ করে হত্যার পর চোরচক্র অটোরিকশা নিয়ে গিয়ে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় বিভিন্ন জায়গায়।

     

    চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সোমবার (১৭ই, ফেব্রুয়ারি) তার কার্যালয়ে সংবাদ সম্মেলন এ হত্যাকাণ্ডে সরসারি জড়িত থাকা দুজনসহ ৪জনকে গ্রেপ্তারের কথা জানান তিনি।

     

     

    তিনি বলেন, গ্রেপ্তার হওয়া রকি ও জনি অটোরিকশা চুরির উদ্দেশ্যে অটোচালক পলাশকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর, সরিষা খেতে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তারা চুরি করা অটোরিকশাটির বিভিন্ন যন্ত্রাংশ ৩৯ হাজার টাকায় বিক্রি করে দেয়।

     

    এ ঘটনায় চোরাই মাল কেনার অপরাধে জুয়েল ও সানোয়ার হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

     

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর এলাকায় একটি সরিষা খেতে গত শনিবার দুপুরে অটোরিকশা চালক পালাশের মরাদেহ উদ্ধার করা হয়।

    আরও খবর

    Sponsered content