প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ১:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি:ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী এলাকার কুদ্দুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৩২)।
এক প্রেসনোটে মঙ্গলবার বিকালে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই খাইরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (২৫ মার্চ) সোমবার দুপুর আড়াইটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১৪ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর’কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।