প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৬:৩৪:৫১ প্রিন্ট সংস্করণ
নাদিম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ্যাহেড ফাউন্ডেশন আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন উপহার ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ২৫ মার্চ সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কুরআন উপহার ও ইফতার মাহফিলে
এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা, এ্যাহেড ফাউন্ডেশনের যুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিয়ামুল, মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন বলেন, এ্যাহেড ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ইতিমধ্যে এ্যাহেড ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে রামজান মাসে কোরআন বিতরণসহ
বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে।