প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ , ৫:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ
শাহীন আলম, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জামাতের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ মার্চ )বিকেলে কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয় মাঠে নাচোল উপজেলা আমীর মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি আবু বাক্কার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার মিজানুর রহমান,নাচোল উপজেলা সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, এ সময় উপস্থিত ছিলেন কানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ সহ আরো অন্যরা।