• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ৭:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

    বদিউজ্জামান রাজাবাবু, নিজস্ব প্রতিবেদক||

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার এলাকার একটি পুকুরে মোঃ আক্কাস আলী ২৮ নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

     

    মৃত আক্কাশ আলী আমনূরা বালিকাপাড়ার মৃত আইনুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, একটি লাশ পুকুরে ভাসতে দেখা যায়। খবর পেয়ে নি’হ’ত আক্কাস আলী ভাই মরদেহ টি পুকুর থেকে উঠিয়ে আনেন। স্থানীয় সূত্রে আরও জানা যায় আক্কাস আলী আমনুরা ঝিলিম বাজারে একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন।

     

    মৃত আক্কাশের ভাই বলেন, ঈদের দিন রাত্রে তার বাসায় ফোন দিয়ে বাজার নিয়ে আসছি বলে আক্কাশ সারারাত পার হয গেলেও আর বাসায় ফেরেনি।

     

    পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।পুলিশ জানায়, মরদেহের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়। এবং কি তার দুই হাতে দড়ি দিয়ে বাধা ছিল এমন দড়ির দাগ দেখা যায়।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content